স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় করোনা পরিস্থিতিতে উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ (১১মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে ওইসব মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।