স্টাফ রিপোর্টার: শেরপুরের ঝিনাইগাতীতে মাধ্যমিকের ২০২০-২১ শিক্ষাবর্ষের বই পাচারকালে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এসময় বইভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়।
ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কিছু কালোবাজারী বই সরবরাহ করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিনাইগাতী থানা মোড়ে একটি ট্রাক আটক করা হয়।
এ সময় ট্রাকে থাকা অমৃত মোদক ও সেলিম মিয়া নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রাম থেকে বই সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাবার কথা স্বিকার করেছে। ট্রাকের ৩৭শ কেজি বই জব্দ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।