স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ-উদ্দপিনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৭মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে সকালে জেলা প্রশাসন এর সাথে শেরপুর পবিস এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল, সন্ধ্যায় আতশবাজি পোড়ানো হয়।
এসব কর্মসূচি পালনে নেতৃত্ব দেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আলী হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পল্লী সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলী হোসেন, ডিজিএম আকবর আলী মিয়া, এজিএম এন্ড সি গিয়াস উদ্দিন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার আমিনুল ইসলাম রাজু ও সমিতির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।