স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১১ জুয়াড়ীকে গ্রেফতার করেন। মঙ্গলবার(২মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার ধনাকুশা এলাকার এরশাদ আলীর ছেলে সুজন (২৬), মোখলেছুর রহমানের ছেলে হোসেন আলী (২৮), ওমর আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯), মোসলে উদ্দিনের ছেলে বরজুল (২৬), জালাল উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া (২২), ইদ্রিস আলীর ছেলে মাসুদ রানা (২৪), কলাপাড়া এলাকার আ: ছালামের ছেলে সুজন (২৮), মো. মওলার ছেলে মজনু (৩৫), শহিদ মিয়ার ছেলে সেরিম (২৪), জালাল উদ্দিনের ছেলে সোহাগ (৩৫), মোহাম্মদ আলীর ছেলে আনারুল হক (২৮)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নকলা থানা পুলিশ মঙ্গলবার রাতে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের জুয়া খেলার সরঞ্জামাদীসহ গ্রেফতার করা করেন। আজ বুধবার (৩মার্চ) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।