স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে বাহাদুর (২৬) নামের এক ট্রলি চালক আত্মহত্যা করেছে। রোববার (৭মার্চ) উপজেলার পাঠাকাটা ইউনিয়নের গোয়ালেকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুক্তিযোদ্ধা আ: হাকিমের ছেলে।
জানাগেছে, বাহাদুর প্রতিদিনের মত দিনের কাজ শেষে রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। ভোর সকালে পরিবারের লোকজন উঠানের আতাফল গাছে ডালের সাথে বাহাদুরকে রশি দিয়ে ঝুঁলে থাকতে দেখে চিৎকার শুরে করে। সংবাদ পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। বাহাদুর দুই সন্তানের জনক ছিলেন। তবে আত্মহত্যার কোন কারন জানা যায়নি।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।