স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাব এর সিনিয়র সহ-সভাপতি পদে টানা তৃতীয়বার কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক বিজয় টিভি ও দৈনিক ভোরের দর্পণ এর শেরপুর জেলা প্রতিনিধি জিএম আজফার বাবুল।
৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় (২০২১) প্রেসক্লাবের নবায়নকৃত (৭৬ জন) গণমাধ্যম কর্মীদের একযোগে কন্ঠভোটের মাধ্যমে সমর্থনের প্রেক্ষিতে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি সিনিযর সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেন।
ওই সময় কন্ঠ ভোটের মাধ্যমে তাকে নির্বাচিত করায় উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এদিকে জিএম বাবুল তৃতীয় বারের মতো সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় শেরপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ প্রবীণ সাংবাদিককে শুভেচ্ছা জানিয়ছেন।