শনিবার, নভেম্বর ৮, ২০২৫

নকলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়াদৌড়

Date:

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়। নকলা উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামের শেখ রাসেল ক্রীড়া সংঘের উদ্যোগে গত বুধবার এই ঘোড়া দৌড় প্রতিযোগীতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানান, প্রতিবছর এখানে দেশীয় গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ঘোড় দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রক্ষা করা হবে।

দেশীয় ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর শীত মৌসুমে নকলা উপজেলার বিবির চর গ্রামে ঘোড়া দৌড়সহ দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে নানা রকম দেশীয় খেলার আয়োজন করেন ক্লাবটির কর্তাব্যক্তিরা। এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলার এই গ্রামের শেখ রাসেল ক্রীড়া সংঘ আয়োজন করে ঘোড়া দৌড় প্রতিযোগীতার। দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীরা ৫৬ টি ঘোড়াসহ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিশু ও নারীসহ কয়েক হাজার মানুষ এই খেলাকে উপভোগ করতে আসেন। প্রতিযোগীতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ঘোড়া দৌড় প্রতিযোগীতার পাশাপাশি এখানে গ্রামীণ মেলাও বসে। মেলা তো নয় যেন, এ যেন ছোট ছোট শিশু-কিশোরসহ আবাল-বৃদ্ধ-বনিতার এক মিলন মেলা। মেলায় বিভিন্ন রকম খাবারের পসরা নিয়ে বসেন দোকানীরা। গ্রামীণ এসব মেলা প্রতিবছর আয়োজন করা হলে নতুন প্রজন্মের শিশুরা দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে এবং তাদের মাঝে দেশাত্ববোধ সৃষ্টি হবে, পাশাপাশি যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকলে অপসংস্কৃতি থেকে নিজেকে আড়াল করতে পারবে বলে এমনটাই জানান দর্শনাথীরা।

গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তাদের দেশপ্রেমে উজ্জীবিত করতে নকলার যুব সমাজ কাজ করে যাচ্ছে। বছরে দুই-একবার নয় বরং সারাবছর এখানে নানা রকম খেলাধুলার আয়োজন করে শিশু-কিশোর ও যুব সমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেন ঘোড়া দৌড়ের আয়োজকরা।

হর্সগার্ল খ্যাত নওগাঁর কিশোরী তাহমিনা খেলায় অংশগ্রহণ করার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারেন নি। এই খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ৫৬ টি ঘোড়াসহ প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। খেলায় টাঙ্গাইলের প্রতিযোগী আবুল হোসেন প্রথম স্থান অধিকার করেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...