নকলা, শেরপুর: শেরপুরের নকলার উপজেলার নারায়নখোলা এলাকার সড়ক দূর্ঘটনায় নিহত ইয়াজ উদ্দীনের স্ত্রী ৫ সন্তানের জননী সাবিনা ইয়াসমীনকে শীত বস্ত্র হিসেবে কম্বল উপহার দিলেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকালে নকলা থানা প্রাঙ্গনে ওই অসহায় পরিবারের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
সাবিনা ইয়াসমীন বলেন, আমার স্বামী ৫টি সন্তান রেখে ৪/৫ মাস আগে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন। আমি খুবই অসহায়। আমার পক্ষে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। স্বামীর আয় দিয়েই জীবিকা নির্বাহ করতাম। কোন মত সংসার চলতো। শীতের মধ্যে সন্তানদের নিয়ে খুবই কস্ট করতেছিলাম। আজ ওসি স্যার আমার এই অবস্থা দেখে আমাকে কম্বল দিলো। স্যারের দেওয়া কম্বল দিয়ে ৫টি সন্তান নিয়ে শীতের মধ্যে ঘুমাতে পারব। আল্লাহ স্যারের মঙ্গল করুক।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সকালে অফিসে যাওয়ার সময় দেখি থানার সামনে ৫টি সন্তান নিয়ে শীতের মধ্যে দাড়িয়ে আছে সাবিনা ইয়াসমীন নামে এক মহিলা। পরে তাকে জিজ্ঞাস করে জানতে পারলাম তার স্বামী নেই। সড়ক দূর্ঘটনায় মারা গেছে। পরে তাকে থানায় ডেকে নিয়ে আমার কাছে দুইটি কম্বল ছিল সেগুলো উপহার হিসেবে দেই। আমরাও মানুষ, তারাও মানুষ। মানুষ হিসেবে তাদের পাশে দাড়িয়েছি মাত্র।