রবিবার, মার্চ ২৩, ২০২৫

রোনালদোকে সৌদি আরব থেকে বের করে দেয়ার দাবি

Date:

শিরোপার দৌড়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ম্যাচ। আর সেই ম্যাচেই কিনা একদমই নিষ্প্রভ থাকলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি লীগে আল-হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরেছে তাঁর ক্লাব আল-নাসর। দল তো হেরেছে এর মধ্যে রোনালদো জড়িয়েছেন নতুন বিতর্কে।
গত মঙ্গলবার এই ম্যাচেই হিলালের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে হেড করতে লাফিয়ে তাঁকে রীতিমতো জাপটে ধরে ফেলে দেন রোনালদো। এই ঘটনায় তাকে হলুদ কার্ডও দেখতে হয়। তবে তাতে মাঠে রেহাই পেলেও মাঠের বাইরে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ম্যাচ শেষে রোনালদোকে বিদ্রুপ করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন দর্শকরা। তাতে আরও মেজাজ হারিয়ে অশোভন অঙ্গভঙ্গিও করেছেন। রোনালদোর এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন সৌদি আরবের ফুটবলভক্তরা।
এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরব থেকে রোনালদোকে বের করে দেয়ার দাবি উঠেছে। সৌদি আরবের একজন আইনজীবী নউফ বিন আহমেদ টুইটারে লিখেন, তিনি সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে রোনালদোর বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ দাখিল করবেন।

নউফ লিখেন, ‘আমি রোনালদোর এ আচরণকে প্রকাশ্যে সাধারণ মানুষের সঙ্গে অশালীন আচরণের অপরাধ হিসেবে দেখছি।

 

তিনি এ আচরণের মধ্য দিয়ে মানুষকে অসম্মান করেছেন। এটা এমন একটি অপরাধ, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। কোনো বিদেশি নাগরিক যদি এমনটা করে থাকেন, তাহলে তাঁকে দেশে ফেরত পাঠানো যেতে পারে।’
তবে আল নাসরের পক্ষ থেকে রোনালদোর বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা দাবি করা হয়েছে। রোনালদো যা করেছেন কোনোভাবেই ইচ্ছাকৃত কিছু নয় বলে জানায় ক্লাবটি।
তবে সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্রীড়া সাংবাদিক ওসমান আবু বকর আল-নাসরের এ ব্যাখ্যা মানছেন না। তিনি বলেন, রোনালদো যে কাণ্ড করেছেন, সেটি জনসাধারণকে অসম্মান করার অপরাধ। এটা অনৈতিক এবং অভদ্র আচরণ। সৌদি ফুটবল ফেডারেশনের উচিত রোনালদোর চুক্তি বাতিলে ব্যবস্থা নেওয়া।

মঙ্গলবার রাতে আল-হিলালের কাছে ২-০ গোল হেরে লিগ লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে রোনালদোর আল-নাসর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...