রমজানের আগেই খুচরা বাজারে লাগামহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। ডাবল সেঞ্চুরির পথে ব্রয়লার মুরগির কেজি। ১৫০-১৬০ টাকার ব্রয়লার মুরগির কেজি হঠাৎ একলাফে ৩০-৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। বেড়েছে ডিমের দামও। লাল ডিমের ডজন দুই সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে ১৫ টাকার মত। দুদিন আগে ১২ কেজির এলপিজির সিলিন্ডার একলাফে বেড়েছে প্রায় ৩০০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ। কোনভাবেই কুলিয়ে উঠতে পারছেন না তারা। সংসারের খরচের ফর্দে কাটছাঁট করেও হিমশিম খাচ্ছেন দেশের সাধারণ মানুষ।
কাওরানবাজারের এক ব্যবসায়ী জানিয়েছেন, এখন ব্রয়লার মুরগির বাচ্চা, খাবার, ওষুধ সবকিছুর দাম বেশি। যে কারণে খামারিরা শেডে মুরগির বাচ্চা তুলছে না।