ক’দিন আগে ভয়ানক সড়ক দুর্ঘটনায় পড়েন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। গুরুতর আহত অবস্থায় ভর্তি হন হাসপাতালে। শরীরের যে দশা, পুরোপুরি সেরে উঠতে কয়েক মাস লেগে যাবে পন্তের। এমন অবস্থায় আগামী মার্চে শুরু হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে পারবেন না দিল্লি ক্যাপিটালসের এই অধিনায়ক। থাকছেন জাতীয় দলের বাইরেও। ক্রিকেট খেলতে না পারলেও আইপিএল এবং জাতীয় দল থেকে মোট ২১ কোটি রুপি পারিশ্রমিক পাবেন পন্ত।
আগামী ২৫শে মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৬তম আসর। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দিল্লি ক্যাপিটালসে খেলেন ঋষভ পন্ত। ভারতীয় উইকেটরক্ষক ব্যাটারের মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘পন্ত আইপিএল খেলতে পারছেন না। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। দারুণ একটা টুর্নামেন্ট হবে