সোমবার, জুন ১৬, ২০২৫

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন: সালমান এফ রহমান

Date:

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সরকারের উন্নয়নমূলক কমকাণ্ড মাঠ পর্যায়ের জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান এই শিল্পপতি। গতকাল শনিবার দুপুরে দোহার  উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে নানা  ষড়যন্ত্র হচ্ছে,  তাই সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবিলা কারার জন্য সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার অনুরোধ করেন।

পরে প্রধান অতিথি দোহার উপজেলার প্রায় ১০ কোটি টাকার প্রকল্প  উদ্বোধন,  ৫৫ লাখ টাকার গবাদি পশু ও কম্বল বিতরণ করেন।

বিলাসপুর ইউনিয়নে এলজিইডির ৫টি রাস্তা, ১টি ব্রিজ এবং ইউনিয়ন পরিষদ ভবন আধুনিকায়ন।  প্রায় ১০ কোটি টাকার উপরে উন্নয়ন প্রকল্প উদ্বোধন  করেন । প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের মোট ৫৫টি গরু ও ১২৪টি ছাগল এবং ২টি সিএনজি জয়পাড়া পাইলট স্কুল মাঠে বিতরণ করেন ।

এছাড়াও  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও  এমপি মহোদয়ের ফজলুর রহমান ফাউন্ডেশন থেকে মাহমুদপুর ও বিলাসপুর ইউনিয়নের দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিলাসপুরে শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ এবং ভিডব্লিউবি কর্মসূচির ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর ইসলাম, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, দোহার পৌর মেয়র আলমাস, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...