শেরপুর জেলা সদরের তাতালপুরে এক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শেরপুর ঝিনাইগাতী-মহাসড়কের তাতালপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার মো. রফিক (৪৫) এবং তার ছেলে রাব্বি (১৪)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের পরিচয়ও নিশ্চিত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, সিএনজি চালিত অটোরিকশাটি তিনানী থেকে শেরপুরের দিকে আসছিলো। এ সময় শেরপুর থেকে তাতালপুরগামী ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে। আরেকজন শেরপুর সদর হাসপাালে পৌঁছানোর পর মারা যান। গুরুতর আহতদের চিকিৎসা চলছে।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ জানান, মূলত ৩ জনকেই আমরা মৃত পেয়েছি।