আতশবাজি বা ফায়ারওয়ার্কসের আলোতে মধ্যরাতের আঁধার কেটে গেল। তার মধ্য দিয়ে উঁকি দিল নতুন আরও একটি বছর ২০২৩। এরই মধ্যে এ বছরকে বরণ করে নিয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক তারিখ রেখার কারণে প্রথমে দিনের সূত্রপাত হয় এসব দেশে। ফলে এই রিপোর্ট লেখার সময় এসব দেশে মধ্যরাতের আকাশ আলোয় আলোয় সয়লাব। মানুষ উন্মুক্ত স্থানে সমবেত হয়ে দেখছেন নয়নাভিরাম আতশবাজির উৎসব। ২০২৩ সালকে প্রথমেই যেসব দেশ বরণ করে নিয়েছে, তার মধ্যে অন্যতম নিউজিল্যান্ড। তারা অকল্যান্ড হারবার ব্রিজে, স্কাই টাওয়ারে আলোর খেলায় মেতেছে। এ দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন। তিনি গত বছর করোনা মহামারির বিধিনিষেধের কারণে বর্ষবরণ বাতিল করতে বাধ্য হন।
নয়নাভিরাম আলোক উৎসবে নতুন বছর বরণ করে নিল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া
Date:












