রাজশাহীর শহরের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের জনসভায় দলের নেতাকর্মীদের নিয়ে আসা ‘বিশেষ ট্রেন’ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম মুসা সরকার (৪০)। তার বাড়ি নাটোর সদরের কেশবপুর এলাকায়। গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়েছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান।
মুসা সরকারের ভাই ইসরাফিল সরকার জানিয়েছেন, নাটোর থেকে আওয়ামী লীগের বিশেষ ট্রেনে করে রাজশাহীর জনসভায় যোগ দিয়েছেন মুসা। সন্ধ্যার পর একই ট্রেনে ফেরার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের পাশে ট্রেনের ছাদ থেকে পড়ে যান। তিনি আর জানান, তার ভাই কৃষিকাজ করেন।
আওয়ামী লীগের জনসভার ‘বিশেষ ট্রেন’ থেকে পড়ে একজনের মৃত্যু
Date:












