ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে শনিবার টাঙ্গাইল থেকে কোন গণপরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। বাস টার্মিনালে ঢাকাগামী পরিবহনগুলোর সামনে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।
টাঙ্গাইলে পরিবহন নেতারা জানিয়েছে, একদিকে যাত্রী কম অন্যদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সকাল থেকেই টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে কোন বাস ছাড়া হয়নি। এছাড়া ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তেমন পরিবহন চলাচল করছে না। ফলে উত্তরবঙ্গ থেকে বঙ্গবন্ধু সেতু দিয়েও দুই একটা বাস ছাড়া কোন গণপরিবহন ঢাকার দিকে যেতে দেখা যায়নি। এ কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ছিল পুরোটাই গণপরিবহন শূন্য।
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ( ৯ ডিসেম্বর রাত ১২টা হতে ১০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু দিয়ে গণপরিবহনসহ ছোট বড় মিলিয়ে ১৬ হাজার ৬১৬ টি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে ঢাকাগামী পরিবহনের সংখ্যার থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা বেশি রয়েছে। এই সময়ে সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ৯ হাজার ১৩৯টি। এতে টোল আদায় হয়েছে ৮৬ লাখ ১ হাজার ৭০০ টাকা। এবং সেতুর পশ্চিম টোল প্লাজা অতিক্রম করেছে ৭হাজার ৪৭৭ টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ৭১ লাখ ২১ হাজার ৮০০টাকা।