ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসামবেশের একদিন আগে আজ শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। মহাসড়কে থ্রি হুইলার বন্ধ না হওয়ার প্রতিবাদে ফরিদপুরের বাস মালিক ও শ্রমিকদের সংগঠন ফরিদপুর জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে আজ ভোর ৬টা থেকে আগামীকাল শনিবার রাত ৮টা পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এতে বন্ধ থাকবে সরকারি পরিবহন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন) বাস চলাচলও।
বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আগামীকাল শনিবার ফরিদপুর শহর থেকে ৬ কিলোমিটার দূরে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী গণমাধ্যমকে বলেন, বাস বন্ধ করে আমাদের নেতাকর্মীদের আটকানো যাবে না। তারা পায়ে হেঁটে সমাবেশে আসবেন। তবে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের দাবি, বিএনপির সমাবেশ বানচাল করার জন্য বাস চলাচল বন্ধ করা হয়নি। মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধের দাবিতেই এই ধর্মঘট।