ইসরাইলের জেরুজালেমে বাসে জোড়া বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছে কমপক্ষে একজন। আহত হয়েছে ১৪ জন। বুধবার একটি বাসস্টপের কাছে এ ঘটনা ঘটে। ইসরাইলি পুলিশ একে সমন্বিত সন্ত্রাসী হামলা বলে সন্দেহ করছে বলে খবর দিয়েছে সিএনএন। প্রথম বিস্ফোরণটি হয় শহরের একেবারে প্রান্তসীমায়। তখন বাসের জন্য অপেক্ষায় ছিল বিপুল পরিমাণ মানুষ। দ্বিতীয় বিস্ফোরণ হয় শহরের উত্তরে রামোট এলাকায়। পুলিশ বলেছে, এতে নিহত হয়েছে একজন। আহতদের মধ্যে চারজন গুরুত্বর।
ইসরাইলে বাসে জোড়া বিস্ফোরণ
Date:












