গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ সদস্য মো. জিল্লুর রহমানকে দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্নিদগ্ধ রনি ও জিল্লুরের খোঁজ নেন তিনি এবং কিছুক্ষণ তাদের পাশে অবস্থান করেন। এই সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেনসহ অন্যান্য চিকিৎসকগণ।
আইজিপি ড. বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে। আইজিপি এধরণের ঘটনা এড়াতে সর্বাত্মক সচেতন হওয়ারও আহবান জানান। এছাড়াও রনি ও জিল্লুরের চিকিৎসায় সবধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে তারা আশঙ্কামুক্ত নন।