বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় নারায়ণগঞ্জের রাজপথ। এ সময় রাজা আহমেদ শাওন (২২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে বিএনপি। প্রায় দুইঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়ের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের মুহুর্মুহু গুলি, টিয়ারশেল এবং বেধড়ক লাঠিচার্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছে। যাদের বেশির ভাগ শটগানের গুলিতে আহত হয়েছেন। বিএনপির নেতাকর্মীদের ইটপাটকেলে ২০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার। পুলিশের গুলিতে বিএনপির নেতাকর্মী ছাড়াও সাধারণ পথচারী, গার্মেন্ট ও হোসিয়ারি শ্রমিক, রেস্তরাঁয় কাজ করা নারীও রয়েছেন। সংঘর্ষ চলাকালে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় মার্কেট ও বিপনী বিতান। বন্ধ হয়ে যায় যান চলাচল।
নেত্রকোনা, মানিকগঞ্জ সিরাজগঞ্জে সংঘর্ষ রণক্ষেত্র নারায়ণগঞ্জ যুবদলকর্মী নিহত
Date: