কাতার বিশ্বকাপের সূচি পরিবর্তনের গুঞ্জন চলছিল। সম্ভাবনা এবার বাস্তবে রূপ নিল। বিশ্বকাপ ১ দিন এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
স্বাগতিক দলের ম্যাচ দিয়ে পর্দা উন্মোচিত হয় ফুটবল বিশ্বকাপের। ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে এই রীতি চলে আসছে। তবে ২০২২ বিশ্বকাপের পূর্ব নির্ধারিত সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচ খেলার কথা ছিল না স্বাগতিক কাতারের। হোস্টদের প্রথম ম্যাচ খেলাতে আসর ১ দিন আগানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
ফিফার বিবৃতিতে বলা হয়, ‘এই পরিবর্তনটা বিশ্বকাপের শুরু নিয়ে চলে আসা ঐতিহ্যকে ধরে রেখেছে। উদ্বোধনী ম্যাচটা সাধারণত স্বাগতিক বা শিরোপাধারীদের হয়ে থাকে।’
২১শে নভেম্বর শুরু হতে চলা বিশ্বকাপের পর্দা উঠবে ২০শে নভেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে স্বাগতিক কাতার।
সূচি পরিবর্তনের সিদ্ধান্তে বিশ্বকাপের ব্যাপ্তি বেড়েছে ১ দিন। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ২৮তম দিনে। একদিন বাড়ায় বিশ্বকাপের ফাইনাল হবে ২৯তম দিনে।