মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে আল-কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। বিশ্ব সন্ত্রাসের গুরু হিসেবে পরিচিত ওসামা বিন-লাদেনের মৃত্যুর পর আল-কায়দার হাল ধরেছিল আরেক প্রভাবশালী নেতা আল-জাওয়াহিরি। তবে তারও শেষ রক্ষা হলো না। জাওয়াহিরির মৃত্যুর পর এবার প্রশ্ন উঠছে, এরপর তাহলে কে হতে যাচ্ছে আল-কায়দার পরবর্তী প্রধান?
ইন্ডিয়া টুডে’র রিপোর্টে বলা হয়েছে, জেষ্ঠ্যতার বিচারে প্রথমে নাম উঠে আসছে বেশ কয়েক জনের নাম। তারা হচ্ছে, সাইফ আল-আদেল, আব্দাল রহমান আল-মাঘরেবি এবং ইয়াজিদ মেবরাক। তারা আল-কায়দা এবং আল-শাবাবের নেতা। তবে এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না কে হচ্ছে পরবর্তী আল-কায়দা প্রধান। যদিও এরমধ্যে আল-আদেলের সম্ভাবনাই সবথেকে বেশি বলে আঁচ পাওয়া যাচ্ছে। ৬০ বছর বয়সী আদেল ছিল যুদ্ধে বেশ পটু। জঙ্গিদের ট্রেনিং দিতে তার নাম রয়েছে।