সংকটের কারণে নিয়মিত ডলারের দাম বেড়েই চলেছে। সোমবার খোলাবাজারে রেকর্ড দরে ডলার বিক্রি হয়েছে। এ দিন প্রতি ডলারের জন্য গ্রাহককে গুনতে হয়েছে সর্বোচ্চ ১১৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত। এর আগেরদিন প্রতি ডলার বিক্রি হয়েছিল ১১০ থেকে ১১১ টাকায়। সর্বশেষ গত মাসের শেষদিকে নগদ ডলার ১১২ টাকায় উঠেছিল যা ছিল সর্বোচ্চ দর। তবে সোমবার সেই রেকর্ডও অতিক্রম করে। বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৭ থেকে ১০৮ টাকায় ডলার বিক্রি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভিযানের পরও খোলাবাজারে ডলারের দর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পান্থপথের বসুন্ধরা সিটির মিঞা মানি এক্সচেঞ্জের ম্যানেজার ইমরান আকন বলেন, এখন ডলার পাওয়া যাচ্ছে না। এ জন্য দাম বেড়ে যাচ্ছে। দাম শুনে অনেকে চলেও যাচ্ছেন।