পাবনার সাঁথিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার জালাপুর গ্রামের রুস্তম আলীর ছেলে জুয়েল ( ৩০), রবি চানের ছেলে সুরুজ্জামান (৩৯) অপরজন উভয়ের চাচা জুরান মোল্লার ছেলে মতিন (৬০)। নিহতরা একই পরিবারের আপন চাচা ভাতিজা।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় দিকে একই পরিবারের ৩ জন শাহজাদপুরের যাচ্ছিল। পাবনার সাঁথিয়ার ছোট পাথাইল হাট নামক স্থানে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় সিটকে পড়লে বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে তাদের চাপা দেয়। এ সময় মতিন ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা জুয়েল ও সুরুজ্জামানকে উদ্ধার করে এনায়েতপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যান।
সাঁথিয়ার ওসি তদন্ত কমল কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।












