সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় মধ্যরাতে দুই সন্তানের জননী তাসকিয়া (২৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১টার দিকে গাবুরার ৯নং সোরা গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ৯নং সোরা গ্রামের খালেক গাজীর ছেলে ইসমাইল গাজীর স্ত্রী। নিহতের মেজো জা পারুল জানান, নিহত তাসকিয়া খাতুন তার সেজো দেবরের স্ত্রী। সংসারে অভাব অনটনের কারণে তার দেবর বিভিন্ন জেলায় দিনমজুরের কাজ করেন। নিহতের দুই ছেলের মধ্যে বড় ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে ও ছোট ছেলের বয়স তিন বছর। তিনি বলেন, রাত ১টার দিকে তাসকিয়ার দুই ছেলে ঘরের মধ্যে অনেক সময় ধরে কান্নাকাটি করছিল। তাই শুনে আমি ওদের ঘরে গিয়ে দেখি তাসকিয়া ঘরে নেই। ছেলে দুটো খাটের উপর বসে কাঁদছে। তখন আমার বড় ভাসুর আমাকে বলে- তাসকিয়া বাথরুমে গেছে কি না দেখতে। কিন্তু বাথরুমে না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়া বাইরে শোয়া অবস্থায় আছে।
শ্যামনগরে দুই সন্তানের জননীকে কুপিয়ে হত্যা
Date: