তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল টি-টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ের সঙ্গে দ্বৈরথ শুরু হবে টাইগারদের। তার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। চোটের কারণে ক্রেইগ অরভিনের নেতৃত্বাধীন দলটি থেকে বাদ পড়েছে দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
৬ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসরটিতে সুযোগ করে নেয় দলটি। বাছাইপর্ব খেলতে গিয়ে চোটে পড়েন চাতারা ও মুজারাবানি। ঊরুর পেশিতে চোট পান মুজারাবানি। আর চাতারার চোট কাঁধে। দুই পেসারের অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন ভিক্টর নিয়াউচি ও টানাকা চিভাঙ্গাকে। টি- টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলা বাকি খেলোয়াড়দের সবাই রয়েছেন বাংলাদেশের বিপক্ষে দলে।
আগামীকাল বিকাল পাঁচটায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।