শেরপুরের শ্রীবরদীতে স্ত্রী শাশুড়ি ও জ্যাঠা শ^শুরকে খুন করে পালিয়েছেন জামাই মিন্টু মিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউয়িনের খোশালপুর গ্রামে। এ সময় মিন্টু মিয়ার এলাপাথারি কোপে শ^শুর, শালাসহ আরো ৩ জন আহত হন।
নিহতরা হলেন, মিন্টু মিয়ার স্ত্রী মনিরা বেগম, শাশুড়ি শেফালি বেগম ও জ্যাঠা শ^শুর মাহমুদ গাজি।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, রাতে বোরকা পরে মিন্টু মিয়া তার শ^শুরবাড়িতে আসে। এ সময় সে ধারালো অস্ত্র নিয়ে প্রথমে স্ত্রী মনিরা বেগম এবং পরে শাশুড়ি শেফালি বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে। জ্যাঠা শ^শুর মাহমুদ গাজী বাধা দিতে এলে তাকেও কুপিয়ে আহত করে মিন্টু মিয়া। এ সময় মিন্টু মিয়ার এলোপাতাড়ি কোপে তার শ^শুর মনু মিয়া, শালা শাহদত হোসেন এবং প্রতিবেশী বাচ্চুনি নামে আরেক মহিলাও আহত হন। আহতদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে মিন্টু মিয়া ্পালিয়ে যায়।
আহতদের পাশের জেলা জামালপুরের বকশীগঞ্জ হাসপাতালে নেয়া হলে শাশুড়ি মনিরা বেগম ও জ্যাঠা শ^শুর মাহমুদ গাজি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্য ৩ জনকে উন্নতর চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, হত্যাকণ্ডের কারণ ও ধরণ শনাক্তে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।