শেরপুরে ট্রাকের চাপায় মারা গেছেন ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী
এবং আহত হয়েছেন আরো ২ জন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে
শেরপুর জেলা শহরের নওহাটায়। নিহতের নাম আ. করিম (৩২)। তিনি পেশায়
কলা ব্যবসায়ী। তার বাড়ির জেলা শহরের গৌরীপুরে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ জানান,
শেরপুর-ঝিনাইগাতী সড়কের নওহাটা নামক স্থানে বিপরীতমুখী ট্রাকের
চাপায় অটোরিকশা আরোহী করিম নিহত হন। সাথে অটোরিকশার
চালক হাদিউল ও রুবেলও গুরুতর আহত হন। তাদের জেলা হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়াস সার্ভিসের কর্মীরা মৃত ও আহতদের উদ্ধার
করে।
শেরপুরে ট্রাক চাপায় একজনের মৃত্যু, আহত ২
Date: