শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ডুবে যাওয়া ইব্রাহিমকে
আজো উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার স্ত্রীকে শ^শুরবাড়ি থেকে
নিতে এসে ভোগাই নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হন ইব্রাহিম।
নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা এলাকার ব্যবসায়ী ইব্রাহিম গতকাল
অসুস্থ শাশুড়িকে দেখতে নকলার উদ্দেশ্যে যাবার সময় খেয়া নৌকা ডুবে
নিখোঁজ হন।
স্থানীয়দের উদ্ধৃত করে ফায়ার সার্ভিসের নালিতাবাড়ীর স্টেশন মাস্টার আ.
মালেক জানান, বৃহস্পতিবার নিখোঁজ ইব্রাহিম শ^শুর বাড়ি যাবার
উদ্দেশ্যে ভোগাই নদী পার হতে গিয়ে খেয়া নৌকায় উঠেন। ভোগাইয়ের
নদীতে তখন পাহাড়ি ঢলের প্রবল ¯্রােত ছিলো। ওই ¯্রােতে খেয়া
নৌকাটি ডুবে যায়। প্রবল ¯্রােতে ভেসে যায় ইব্রাহিম।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে জানালে ফায়ার সার্ভিস ও পুলিশ মিলে
ইব্রাহিমকে উদ্ধারের যৌথ প্রচেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের
ডুবুরিরা দীর্ঘ সময় অভিযান চালিয়েও ইব্রাহিমকে উদ্ধারে ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো জানান, পাহাড়ি ঢল জনিত
প্রবল ¯্রােতের কারনে ইব্রাহিম সম্ভবত অনেক দূর পর্যন্ত ভেসে
গেছেন। তাই তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে শুক্রবার পর্যন্ত ইব্রাহিমের খোঁজ না পাওয়ায় ফায়ার সার্ভিসের
দল তাদের উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করেছেন।
শেরপুরের নালিতাবাড়ীতে নৌকাডুবিতে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মিলেনি
Date:












