স্টাফ রিপোর্টার: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ মঙ্গল শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করে।