স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল হকের সভাপতিত্বে ইউপি সচিব জাহিদ নেওয়াজ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত। এর আগে ৭ মার্চের ঐতিহাসিক ভাষনের গুরুত্ব তুলে ধরেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রাব্বিনুর রহমান জুয়েল। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত সদস্যগনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।