স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে সরকারি হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের।
কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, এসিল্যান্ড কাউছার আহাম্মেদ, ওসি মো. মুশফিকুর রহমান, টিআই মো. আশরাফ উদ্দিন, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম জিন্নাহ, মুক্তিযোদ্ধা সংসদ পুস্পস্তবক অর্পন করেন। পরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, পেশাজীবী সংগঠন পুষ্পস্তবক অর্পন করে।
এদিন সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতীতে পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।