মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫

নকলায় দলীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ শুরু করলেন উজ্জল মিয়া

Date:

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়েও দলীয় সিদ্ধান্ত মেনে নিলেন যুবলীগ নেতা উজ্জল মিয়া। সে উপজেলার ২নং নকলা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ক্রয় করেন। সোমবার (১ নভেম্বর) রাতে উপজেলার নকলা ইউনিয়নের ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার সমর্থকদের সাথে মতবিনিময় কালে তিনি এই সিদ্ধান্ত নেন।

বীরমুক্তিযোদ্ধা জুলহাস আলী ফকিরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা, উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ উজ্জল মিয়ার এই সিদ্ধান্তকে অভিনন্দন ও স্বাগত জানান।

উজ্জল মিয়া জানান, আমি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন যাবৎ দলীয় সকল কর্মকান্ডে আমি অংশগ্রহন করে আসতেছি। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছেন। আমার যে সমর্থন ছিল এবং আছে আমি বিদ্রোহী বা স্বতন্ত্র নির্বাচন করলে শতবাগ নিশ্চিত পাশ করতাম। কিন্তু আমি দলের বাইরে তথা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাব না। আমি আওয়ামী লীগকে ভালবাসি, চিরদিন ভালবেসে যাব। যোগ্য বা অযোগ্য না দেখে এবং ব্যক্তি না দেখে নৌকাকে ভালবেসে আমার সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে কাজ করব। তবে আমার বিশ্বাস দল আমাকে আমার যোগ্য সম্মান এবং মর্যাদা দিবে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Share post:

Popular

More like this
Related

হাতি হত্যায় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

  শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশায় বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতির মৃত্যুকে...

শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

মানহানির অভিযোগে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০...

জ্যোতি ঝড়ে ৯ বছর পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

শেষ ৮ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮...

তীব্র কয়লা সঙ্কটে বড় দুই বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার সম্ভাবনা

ডলারের অভাবে তীব্র কয়লা সঙ্কটে পড়েছে দেশের বড় দুটি...