স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়েও দলীয় সিদ্ধান্ত মেনে নিলেন যুবলীগ নেতা উজ্জল মিয়া। সে উপজেলার ২নং নকলা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ক্রয় করেন। সোমবার (১ নভেম্বর) রাতে উপজেলার নকলা ইউনিয়নের ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার সমর্থকদের সাথে মতবিনিময় কালে তিনি এই সিদ্ধান্ত নেন।
বীরমুক্তিযোদ্ধা জুলহাস আলী ফকিরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা, উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ উজ্জল মিয়ার এই সিদ্ধান্তকে অভিনন্দন ও স্বাগত জানান।
উজ্জল মিয়া জানান, আমি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন যাবৎ দলীয় সকল কর্মকান্ডে আমি অংশগ্রহন করে আসতেছি। কিন্তু দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে মনোনয়ন বোর্ড যাকে যোগ্য মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছেন। আমার যে সমর্থন ছিল এবং আছে আমি বিদ্রোহী বা স্বতন্ত্র নির্বাচন করলে শতবাগ নিশ্চিত পাশ করতাম। কিন্তু আমি দলের বাইরে তথা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাইরে যাব না। আমি আওয়ামী লীগকে ভালবাসি, চিরদিন ভালবেসে যাব। যোগ্য বা অযোগ্য না দেখে এবং ব্যক্তি না দেখে নৌকাকে ভালবেসে আমার সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে কাজ করব। তবে আমার বিশ্বাস দল আমাকে আমার যোগ্য সম্মান এবং মর্যাদা দিবে।












