স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবারে এ উপজেলায় ১৯ টি মন্দিরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা।
সনাতন ধর্মের বড় উৎসব পূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ১নং ডিজিটাল গনপদ্দি ইউনিয়নের ৩টি মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শামছুর রহমান আবুল। এসম তিনি সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
আলহাজ্ব শামছুর রহমান আবুল বলেন, এখন করোনার প্রভাব কম হওয়ায় এবারের পূজা সবাই আনন্দ নিয়ে উদযাপন করছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন মানুষ ঘরবন্দী ছিল। হঠাৎ এভাবে করোনা প্রাদুর্ভাব কম হওয়ায় সত্যিই এক উৎসবের আমেজ তৈরি হয়েছে। আশা করছি সকলের পূজা নির্বিঘ্নে কাটবে।
এ সময় গনপদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্ধসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।