স্টাফ রিপোর্টার: স্বাধীনতার সুরর্ণজয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং রাজধানীসহ দেশের নানা স্থানে নৈরাজ্য সৃস্টির প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবীতে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (২৭মার্চ) সন্ধায় উত্তরবাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও তার সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজর রহমান লিটন, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল।












