শেরপুর: শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন, বিএনপির মনোনিত এনামুল হক রিপন, বিদ্রেহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন ও মোক্তার হোসেন।
এছাড়া নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন এবং সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১১জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।
মনোনয়নপত্র জমাকারী প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ৩জানুয়ারী যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারী এবং ভোট গ্রহন হবে ৩০ জানুয়ারী।
ন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।