স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় ডিসি উদ্যান চত্বরে নবনির্মিত বিজয় মঞ্জে ওই অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি এই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষষ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রথম দিন জেলার কয়েকটি সাংস্কৃতিক সংগঠন তাদের অনুষ্ঠান পরিবেশন করেন।