আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শেরপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের আজ ছিলো শেষ দিন। শেষ দিনসহ দুদিনে মেয়র পদে ৮ জন এবং পুরুষ ও মহিলা কাউন্সিলর পদে ৬৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
মেয়র পদে পদে মনোনয়নপত্র দাখিলকারীগণ হচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, প্রকৌশলী আতাউর রহমান, আনোয়ার সাদাত সুইট ও আল আমিন।
উল্লেখ্য শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ৭৫ হাজার ৭৩৮ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।