শেরপুরের পুলিশ প্রশাসন করোনা’র দ্বিতীয় ধাপ মোকাবেলায় সুরক্ষা সামগ্রী বিতরণ, আলোচনাসহ নানা কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে জেলা সদরসহ বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
রবিবার সকালে নালিতাবাড়ী থানা পুলিশের উদ্যোগে শহরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধালণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।